ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শিল্পকলায় পূর্ণিমা তিথির সাধুসঙ্গ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মাসিক সাধুসঙ্গ এর তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে বাউল গানের আসর। লালনের তত্ত্ব বানী প্রচার প্রসারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসে এই সাধুসঙ্গের আয়োজন করা হয়।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র পরিকল্পনায় এই আয়োজনে উপস্থিত ছিলেন লালন গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল করিম ও ড. আবু ইসহাক হোসেন। লালন সাঁইজির বানী পরিবেশন করেন সফি মন্ডল, টুন টুন ফকির, সমির বাউল, আনোয়ার শাহ্, মিজানুর রহমান ভূট্রো ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাউল দল।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে একাধিক বাউল উৎসব ও আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছে। প্রতিশ্রুতিশীল বাউল শিল্পী নিয়ে ঢাকা এবং কুষ্টিয়ায় অনুষ্ঠান এবং সেমিনার আয়োজন করেছে। একাডেমিতে তরুণ বাউল শিল্পীদের নিয়ে বছরব্যাপী প্রশিক্ষণ এবং শিল্পী পার্বতী বাউলের তত্বাবধানে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কেআই/