ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

চট্টগ্রামে পালিত হয়েছে ৪৫তম সমবায় দিবস

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৪৮ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার

‘সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যে চট্টগ্রামে পালিত হয়েছে ৪৫তম সমবায় দিবস। সকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে দিবসটির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আলোচনায় অংশ নিয়ে মেয়র বলেন, সমবায়ের মাধ্যমে সবাই একত্রিত হয়ে কাজ করলে দেশ থেকে দারিদ্র নির্মূল হবে। আর এজন্য সমবায় আন্দোলনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও আয়বর্ধনমূলক কাজ করারও আহ্বান জানান তিনি। চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জেলা সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া। আলোচনা অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন স্টল ঘুরে দেখেন মেয়র।