ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নুসরাতের বিয়ের ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৬ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

বিয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। আর সেই ছবি এখন শোভা পাচ্ছে ভক্তদের ওয়ালে।

তুরস্কের বোদরুমে গতকাল বুধবার পেশায় ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। টালিউড থেকে একমাত্র আমন্ত্রিত ছিলেন নুসরাতের প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তী।

বিয়েতে লাল লেহেঙ্গা, মানানসই গয়না, ফুলের মালায় সেজেছিলেন নুসরাত। নিখিলের পরনে ছিল অফ হোয়াইট শেরওয়ানি। বলিউডে ডেস্টিনেশন ওয়েডিংয়ের চল রয়েছে। কিন্তু টালিউডে সম্ভবত এই প্রথম।

দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরাত-নিখিল। এক-একটি অনুষ্ঠানের জন্য থিম অনুযায়ী পোশাক পছন্দ করেছিলেন নায়িকা।  বিয়ের পরে রাতের পার্টিতে নায়িকা ফিরে গিয়েছিলেন ওয়েস্টার্ন গ্ল্যামারাস পোশাকে। হোয়াইট ওয়েডিংয়ের জন্য নুসরাত পছন্দ করেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে ড্রেস।

প্রতিটি অনুষ্ঠানেই খাওয়া-দাওয়ার বিস্তারিত আয়োজন হয়েছে। বিয়ের দিন মেনুতে ছিল স্থানীয় কুইজ়িন এবং ভারতীয় খাবার। শোনা যাচ্ছে, বিয়ের পরে ইউরোপের কোনও জায়গায় মধুচন্দ্রিমায় যাবেন নব দম্পতি।

এনএম//