ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

চাঁদপুরে নেই ইলিশের ঝাঁক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩ এএম, ২২ জুন ২০১৯ শনিবার

চাঁদপুরের মেঘনায় কাঙ্খিত ইলিশ পাচ্ছেনা জেলে। নদীতে গিয়ে খরচ তুলতে না পারায় হতাশ তারা। আড়তদাররা বলছে, এবছর নদীতে মাছ কম। গবেষকরা বলছেন, এখন ভরা মৌসুম নয়। তাই ইলিশের সংখ্যা কম।

চাঁদপুরের মেঘনায় জাল ফেলে প্রায় খালি হাতেই ফিরছে জেলেরা।

যে পরিমান ইলিশ পাওয়া যাচ্ছে, তা দিয়ে নৌকার জ¦ালানী খরচ তোলাই কঠিন। নিত্যদিনের খরচ মেটাতে ঋণগ্রস্থ হয়ে পড়ছে জেলেরা।

আড়তদাররাও বলছে, নদীতে ইলিশ অনেক কম। এতে তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

মৎস্য গবেষণা ইনস্টিটিটিউট বলছে, আসছে মৌসুমে নতুন করে ৩৬ হাজার কোটি জাটকা যুক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভরা বর্ষায় কাঙ্খিত ইলিশ পাওয়া যাবে ।

চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও উত্তর উপজেলায় ৫১ হাজার ১শ ৮৯ জন নিবন্ধিত জেলে রয়েছে।