ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশী বংশোদ্ভূত ডক্টর রশিদ মালিক

প্রকাশিত : ১০:৩৪ এএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১০:৩৪ এএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার

মার্কিন নির্বাচনে লড়ছেন এক বাংলাদেশীও। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশী বংশোদ্ভূত ডক্টর রশিদ মালিক। ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়ছেন তিনি। তাই নির্বাচন ঘিরে উৎসাহের কমতি নেই প্রবাসী বাংলাদেশীদেরও। ডক্টর রশিদ মালিক .... মার্কিন মুল্লুকে এখন প্রায় সব প্রবাসী বাংলাদেশীর মুখে এই এক নাম। এবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পদে লড়াই করছেন বাংলাদেশী বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক। জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক সেভেন আটলান্টা আসনে রিপাবলিকানদের ২৫ বছরের আধিপত্যের অবসান ঘটাতে চান তিনি। নিজের আর হিলারির জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই রাজনীতিবিদ। সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে, নির্বাচিত হলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে চান রশিদ মালিক। শুধু তাই নয়, মুসলিম ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনার প্রত্যয় তার কণ্ঠে। রশিদ মালিকের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী বাঙ্গালীরা। প্রচারণার পাশাপাশি নির্বাচনী তহবিল সংগ্রহ করতে চলছে নানা কর্মসূচি। ঢাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা রশিদ মালিক উচ্চশিক্ষার জন্য ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আটলান্টা ভোকেশনাল কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি। জর্জিয়ার ডিস্ট্রিক সেভেনে মোট সাড়ে ৪ লাখ জনসংখ্যার মধ্যে এক লাখের বেশি প্রবাসী। বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসীদের ভোট জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মার্কিন নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূতদের অংশগ্রহণের ইতিহাস নতুন নয়। ২০১১ সালে মিশিগান থেকে কংগ্রেসম্যান নির্বাচিত হয়েছিলেন ডেমোক্র্যাট হেনসেন ক্লার্ক।