ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘নাডা’র প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

প্রকাশিত : ১২:১১ পিএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১২:১১ পিএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার

ঘূর্ণিঝড় ‘নাডা’র প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে সবোর্চ্চ সতর্ক থাকা এবং বিভিন্ন উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সাইক্লোন সেন্টারে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়। সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দু’টি কন্ট্রোল রুম খোলা এবং দুর্গত এলাকায় দ্রুত যাতে খাবার পৌঁছানো যায় সেজন্যে প্রশাসনের কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন জেলা প্রশাসক। এদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সন্ধ্যায় বৈঠক করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৈঠকে বন্দর চ্যানেলের নিরাপত্তার স্বার্থে কর্ণফুলী নদীতে অবস্থানরত জাহাজগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশনা জারি করা হয়।