ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

বাগেরহাটে আটক ৮ জেএমবি সদস্য দক্ষিণাঞ্চলের ৫টি জেলা নিয়ন্ত্রণ করত

প্রকাশিত : ১২:৩২ পিএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১২:৩২ পিএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার

বাগেরহাটে নাশকতার পরিকল্পনার সময় দু’দফায় আটক ৮ জেএমবি সদস্য দক্ষিণাঞ্চলের ৫টি জেলা নিয়ন্ত্রণ করত। জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য পেয়েছে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সংবাদ সম্মেলনে জানান, নব্য জেএমবির গ্র“পটি বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর ও যশোর জেলার আওয়ামী লীগ নেতা ও পুলিশকে টার্গেট করে বড় ধরনের নাশকতা পরিকল্পনা করছিল। আওয়ামী লীগের দলীয় কোন্দলের সুযোগে নেতাদের টার্গেট করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে জঙ্গিরা। এছাড়া পুলিশ, মাজারের খাদেমরাও তাদের হামলা পরিকল্পনায় ছিলো। গত ২৫ অক্টোবর জেলার কচুয়ার খলিশাখালী থেকে ৪ জন ও ২ নভেম্বর শহরের দড়াটানা ব্রিজের কাছ থেকে ৪ জেএমবি সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।