আজ প্রোটিয়াদের মুখোমুখি পাকিস্তান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৮ এএম, ২৩ জুন ২০১৯ রবিবার
বিশ্বকাপের ৩০তম ম্যাচে আজ রোববার মুখোমুখি হচ্ছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় গড়াবে ম্যাচটি।
বেশ কয়েকটি হারের ফলে দুই দলেরই দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দুই দলই জিতেছে মাত্র ১ ম্যাচ আর ড্র করেছে আরও একটি। সব মিলিয়ে তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শেষ দিকে জায়গা হাতড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দু`দলই।
এবারের আসরে ৬ ম্যাচে প্রোটিয়াদের হার ৪টি। আর ৫ ম্যাচে পাকিস্তানের পরাজয় ৩টি। বৃষ্টির কারণে দুই দলের ১টি করে ম্যাচ পরিত্যক্ত হয়। সমান ৩ পয়েন্ট সংগ্রহে রয়েছে তাদের।
আজকের এই মহারণে কোন দল জিতবে তা বলা মুশকিল। তবে রেকর্ড-পরিসংখ্যানে এগিয়ে প্রোটিয়ারা। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানকে ২০ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। ১৯৯৬ বিশ্বকাপে পাকিস্তানকে ৫ উইকেটে এবং ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ২৯ রানে হারিয়েছিল পাকিস্তান।
এছাড়া সবশেষ চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। দুর্দান্ত লড়াইয়ের পর শেষ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে সফরকারীরা।
তবে সেসব হিসাব বাইরে রেখে পয়েন্টের খোঁজে একে অন্যের মুখোমুখি হবে ডুপ্লেসিস-সরফরাজরা।
একে//