ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

মেহেরপুরে হয়ে গেলো নৌকাবাইচ প্রতিযোগিতা

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১২:৩৯ পিএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার

ভৈরব নদ খনন করায় প্রায় দশ বছর পর মেহেরপুরে হয়ে গেলো নৌকাবাইচ প্রতিযোগিতা। শুক্র ও শনিবার দু’দিনের এই প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে অসংখ্য মানুষ ভীড় জমায়। স্থানীয়রা জানান, ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ভৈরব নদ খননের কাজ চলছে। এরই মধ্যে ৫০ ভাগ খনন কাজ শেষ হয়েছে। এতে বেড়েছে পানির প্রবাহ। এলাকার মানুষ দশ বছর পর নৌকাবাইচ দেখে দারুণ খুশি। এদিকে নড়াইলের নাড়াগাতি এলাকায় মধুমতি নদীতেও হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও শনিবার বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর পাড়ে ভীড় জমে হাজারো মানুষের।