ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

নিম্নচাপ দুর্বল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা অতিক্রম করেছে

প্রকাশিত : ০১:০৩ পিএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০১:০৩ পিএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা অতিক্রম করেছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের কিছু স্থানে ভারী ও হালকা বর্ষণসহ দমকা ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। এদিকে নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে আকস্মিক জোয়ারের পানির চাপে লক্ষ্মীপুরের রামগতির আসল পাড়া থেকে বাংলা বাজার পর্যন্ত রাস্তার ২ কিলোমিটার ভেঙ্গে গেছে। এতে মেঘনা উপকূলীয় এলাকার ৩টি উপজেলার চরগজারি, বয়ারচরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।