শুরুতেই টাইগার শিবিরে মুজিবের হানা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার
নিজেদের সপ্তম ম্যাচে আজ সোমবার বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ইংল্যান্ডের সৈকত শহর সাউদাম্পটনের রোজ বোল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪০-এ।
বৃষ্টির কারণে ১০ মিনিট দেরিতে শুরু হওয়া এ ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। স্পিনবান্ধব আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ হওয়ায় ব্যাটিং পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট। বাঁহাতি-ডানহাতি সুবিধা নেয়ার জন্য সৌম্যকে নিচে নামিয়ে দিয়ে লিটনকে ওপেনে নামিয়ে দেয়া হয়।
আগে ব্যটিংয়ে নেমে শুরুতেই আফগান স্পিনার মুজিবের মুখোমুখি হন দুই ওপেনার লিটন-তামিম। তাকে ভালোভাবেই সামলে দেখেশুনেই রান তুলতে থাকেন দুজন। এক বাউন্ডারিতে প্রথম ওভারেই আট রান তুলে নেন তামিম-লিটন। পরের ওভারে এ ম্যাচে সুযোগ পাওয়া দৌলত জাদরানকে সামলে আরেক বাউন্ডারিতে পাঁচ রান সংগ্রহ করেন দুই টাইগার।
তবে পঞ্চম ওভারের প্রথম বলেই লিটনকে শর্ট মিডঅফে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন স্পিনার মুজিবুর রহমান। হাশমত উল্লাহর ধরা সে ক্যাচটি নিয়ে একটু সন্দেহ থাকলেও টিভি আম্পায়ার বার বার দেখে শেষ পর্যন্ত আউট দেন লিটনকে। ফলে দলীয় ২৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আউট হওয়ার আগে ১৭ বলে দুই বাউন্ডারিতে ১৬ রান করেন লিটন দাস।
লিটনের আউটে ক্রিজে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। শেষ খবর পর্যন্ত ৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ এক উইকেটে ২৫ রান। তামিম ৫ রানে ক্রিজে আছেন।
এই বিশ্বকাপে দারুণ ছন্দে বাংলাদেশের বেশির ভাগ ব্যাটসম্যান। আফগানিস্তানের স্পিন শক্তি যতই শক্তিশালী হোক, টাইগার ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসের জায়গা পোক্ত করেছেন, যে কোনও আক্রমণ মোকাবেলায়। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ফর্মে আছেন মুশফিকও।