ড. তৌফিক এম সেরাজ এর মৃত্যুতে রিহ্যাবের শোক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার
রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সাবেক সভাপতি ড. তৌফিক এম সেরাজ এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এবং রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি।
রিহ্যাব পরিচালনা পর্ষদের পক্ষে তারা মরহুম ড. তৌফিক এম সেরাজ এর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য,আবাসন প্রতিষ্ঠান শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সেরাজ (২৩.২.২০০০ থেকে ৯.৪.২০০৬) সাল পর্যন্ত তিন মেয়াদে রিহ্যাব এর সভাপতির দায়িত্ব পালন করেন। কর্মজীবনের প্রথম তিনি বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক ছিলেন।
২৪ জুন গুলশান আজাদ মসজিদে বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ২১ জুন স্পেন এ যাবার পথে কাতারের দোহা বিমান বন্দরে পৌঁছার আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
“ রিহ্যাব এর এই ক্রম বিকাশে এই নেতার ভূমিকা রিহ্যাব কৃতজ্ঞচিত্তে স্মরণ করে”
কেআই/