ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

জয়পুরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

জয়পুরহাটে মাদক মামলায় আব্দুল হামিদ সরকার নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড,২০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার এ রায় দেন।আব্দুল হামিদ নওগাঁর ধামুইরহাট উপজেলার বাদাল চান্দপুর গ্রামের মৃত.আব্দুল গফুরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়,২০১৬ সালের ২৮ জানুয়ারী জয়পুরহাট শহরের পিডিবি মোড়ে নওগাঁর ধামুইরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সালমা পরিবহনে র‌্যাব সদস্যরা তল্লাশী চালায়। ওই গাড়ির একটি বাক্সে পলিথিনে মোড়ানো ১ কেজি হেরোইনসহ আব্দুল হামিদ সরকারকে আটক করে র‌্যাব সদস্যরা।

এ ব্যাপারে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের উপ-পরিদর্শক আল আলায়ী মিয়া বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেন।

কেআই/