বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৩ এএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:১৫ এএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার
বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। লন্ডনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে এ মহারণ।
সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করা অস্ট্রেলিয়া জয়ের বিকল্প ভাবছে না এ ম্যাচে। অন্যদিকে, কিছুটা শংকায় থাকা ইংলিশদেরও চোখ জয়ের দিকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু ইংল্যান্ডের। মাঝে পাকিস্তানের বিপক্ষে হারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারায় ফিরে ইংলিশরা। এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে ছন্দ ধরে রাখে আয়োজক দলটি। তবে শ্রীলংকার বিপক্ষে হেরে কিছুটা শংকায় রয়েছে জো রুট-মরগ্যানরা। শেষ চার নিশ্চিত করতে হাই অস্ট্রেলিয়াকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় ইংল্যান্ড।
এদিকে, গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এ আসরেও দাপট দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। আগের ৬টি ম্যাচের মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচেই হেরেছে অজিরা। অন্য পাঁচ ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে সেমি অনেকটাই নিশ্চিত তাদের। ব্যাটিংয়ে ওয়ার্নার, স্মিথদের পাশাপাশি বোলিংয়ে কামিন্স-স্টার্করা আছে দারুণে ছন্দে। এমন দল নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার দারুণ ছক কষছেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ।
দুই দলের এর আগে ১৪৭ মোকাবেলায় অজিদের ৮১ জয়ের বিপরীতে ইংল্যান্ড জিতেছে ৬১ ম্যাচে। পাঁচটি ম্যাচে কোনও ফলাফল হয়নি।