প্রশংসায় ভাসছেন সাকিব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৩ এএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার
বিশ্বকাপের এবারের আসরে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে অন্য যে কোনও খেলোয়াড়ের চেয়ে সাকিব আল হাসান যে এগিয়ে রয়েছেন, তা পরিষ্কারভাবেই বুঝা যায়।
গতকাল সোমবার আফগানদের ৬২ রানে হারিয়েছে বাংলাদেশ। এদিন ব্যাট হাতে হাফসেঞ্চুরি করার পাশাপাশি বোলিংয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব।
নিখুঁত ম্যাচ উইনার সাকিব আল হাসানকে পেয়ে উচ্ছ্বসিত টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আফগানিস্তানকে গুড়িয়ে দেওয়া সাকিবকে ‘ফ্যান্টাস্টিক’ হিসেবে আখ্যায়িত করেছেন মাশরফি। বলেন, পুরো টুর্নামেন্ট জুড়েই সাকিব দুর্দান্ত। দলের জন্য সব করছে সে। প্রতি ম্যাচেই রান করছে। আবার যখন প্রয়োজন পড়ছে উইকেটও নিয়ে দিচ্ছে।
ম্যাচ শেষে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনীল যোশি। সাকিবকে মিস্টার কনসিস্ট্যান্ট হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
এছাড়া, সাকিব আল হাসানের এমন অলরাউন্ড পারফর্ম্যান্সে বিমুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। ম্যাচ শেষে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্বসেরা অলরাউন্ডারের ছবি পোস্ট করেছেন লারা। ক্যাপশনে তিনি লিখেছেন, কী অসাধারণ পারফর্মার এ ছেলেটি!
সাকিবের এমন অলরাউন্ড পারফর্ম্যান্সে বিমোহিত ভারতের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ম্যাচ শেষে টুইটারে এ ভারতীয় লিখেছেন, অসাধারণ পারফর্ম্যান্স। এবারের বিশ্বকাপটা নিজের করে নিয়েছে সাকিব।
এদিকে, আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের জয় প্রত্যাশিত ছিলো বলেই মনে করেন ক্রিকেটপ্রেমীরা। আফগানদের হারানোর পর এখন সমর্থকদের প্রত্যাশা ভারত ও পাকিস্তান বধ। আত্মবিশ্বাস ধরে রেখে ভারত ও পাকিস্তানকে হারিয়ে সেমিতে খেলবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা লাল-সবুজ সমর্থকদের।