ফের শীর্ষে সাকিব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার
ব্যাট-বলের খেলায় ব্যাটসম্যানরা বাউন্ডারি-ওভার বাউন্ডারির মাধ্যমে টপ স্কোরার হতে চান। আর সেটা যদি বিশ্বকাপ হয় তবে তো কথাই নেই। এর মর্যাদাই আলাদা। বাংলাদেশের সাকিব আল-হাসান দুই সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরির মাধ্যমে ৪৭৬ রান করে ফের সবার শীর্ষে রয়েছেন।
শুরুতে সাকিব সবার শীর্ষে থাকলেও গতকাল আফগানিস্তানের ম্যাচের আগে দ্বিতীয় অবস্থানে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আফগানিস্তানের ম্যাচের পর ব্যাটিংয়ে ফের শীর্ষে রয়েছেন সাকিব।
সাকিব এ পর্যন্ত বাউন্ডারি হাঁকিয়েছেন ৪৮টি তবে ছক্কা মাত্র দুটি। সাকিব কিন্তু অলরাউন্ডার, চলতি বিশ্বকাপে এ পর্যন্ত ১০টি উইকেটও নিয়েছেন। পুরো ক্রিকেট বিশ্ব সাকিবের খেলায় মুগ্ধ।
১৫ উইকেট নিয়ে সেরা বোলার হিসেবে আছেন তিন জন। পাকিস্তানের আমির, ইংল্যান্ডের আর্চার এবং অস্ট্রেলিয়ার মিসেল স্টার্ক।
দেখে নিন ৩১ ম্যাচ পর্যন্ত পাঁচ সেরার কৃতিত্ব-