নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আরও ২১ জন গ্রেফতার
প্রকাশিত : ০১:১৫ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৪:৩৮ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ৭৪ জনকে গ্রেফতার করা হলো। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অন্যদিকে এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন।
ঘটনার ভিডিও ফুটেজ এবং আগে গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সবশেষ ২১ জনকে আটক করা হয়। হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেফতার দেখানো হয়।
এদিকে নাসিরনগরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা চত্বরে জেলা প্রশাসক ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা, ক্ষতিগ্রস্ত ৫১ টি পরিবারের মাঝে ১১৪ বান্ডেল টিন ও নগদ ৩ লাখ ৪২ হাজার টাকা বিতরণ করেন।
পরে জেলার শীর্ষ আলেমদের প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানাতে এলাকায় যান।
অন্যদিকে, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নাটোর, মানিকগঞ্জ ও নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগকে কেন্দ্র করে গেলো ৩০ অক্টোবর নাসিরনগরে প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলার ঘটনা ঘটে। এর পাঁচ দিন পর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এদিকে নেত্রকোনায় ও ঘটে মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনা।