ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ব্র্যাক ব্যাংকের ‘এনগেজমেন্ট-এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক ব্র্যাক ব্যাংক লিমিটেডকে উইমেন’স মার্কেট চ্যাম্পিয়ন এনগেজমেন্ট অ্যাওয়ার্ড ২০১৯ প্রদান করেছে নিউইয়র্ক ভিত্তিক ফিন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন। পরপর তিন বছর ব্র্যাক ব্যাংক ফিন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন অ্যাওয়ার্ড জিতেছে।

গ্লোবাল অ্যালায়েন্সের সদস্য হিসেবে প্রথম বাংলাদেশী ব্যাংক, ব্র্যাক ব্যাংক উইমেন মার্কেট চ্যাম্পিয়ন হিসাবে এনগেজমেন্ট-এশিয়া ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছে।

এটি ব্যাংকের সমন্বিত নারী ব্যাংকিং সমাধান ‘তারা’র স্বীকৃতি হিসেবে এসেছে। যা নারীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে। এই এনগেজমেন্ট অ্যাওয়ার্ডটি জিবিএ সদস্যদের দেওয়া হয়েছে যারা গ্রাহকদের সক্ষমতা বৃদ্ধি ও নলেজ শেয়ারিং ইভেন্টে সবচেয়ে বেশি প্রোগ্রাম আয়োজন করেছে।

গত ১৯ জুন  ফ্রান্সের প্যারিসে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর.এফ. হোসেন জিবিএ সামিটে এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট তারা’র সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মেহরুবা রেজা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনএম/কেআই