ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৩ ১৪৩১

ডিআইজি মিজান সাময়িক বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার | আপডেট: ১০:৩১ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, রাষ্ট্রপতির অনুমোদনের পর মিজানুর রহমানের সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে।

বরখাস্ত হওয়া ডিআইজি মিজানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হবে। এছাড়া পরবর্তী পদক্ষেপ হিসেবে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, মিজানুর রহমান অবৈধ সম্পদ এবং মানি লন্ডারিং মামলার আসামি। ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত সোমবার মিজানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক।

মামলার বাকি তিন আসামি হলেন- মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মো. মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। এ মামলার পরপরই আসামিরা গা ঢাকা দিয়েছেন।

এছাড়া, দুর্নীতির অনুসন্ধানে নেমে দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন— এমন অভিযোগের পক্ষে ঘুষ লেনদেনের অডিও কথোপকথন প্রকাশের পর সম্প্রতি আলোচনায় আসেন ডিআইজি মিজান। এ ঘটনার পরপরই বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘুষ কেলেঙ্কারি খতিয়ে দেখতে মিজান ও বাছিরকে আগামী ১ জুলাই দুদকে হাজির হতে বলা হয়েছে।