শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে কিউইরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার
টস হেরে বোলিং করতে নেমে শুরুতেই কিউই ইনিংসে আঘাত হেনেছে সরফরাজ বাহিনী। কিউই দুর্গে আঘাত হেনে দুই ওপেনার গাপ্টিল ও মুনরোসহ তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট। এর ফলে ৩৮ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছে নিউজিল্যান্ড।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ৪৪ রান। উইলিয়ামসন ২১ রানে এবং টম ল্যাথাম এক রানে ক্রিজে আছেন।
এর আগে, হারলেই বিশ্বকাপ শেষ! এমনই সমীকরণ নিয়ে আজ বিশ্বকাপের ৩৩তম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এজবাস্টনে সকালে বৃষ্টি হওয়ায় এক ঘন্টা দেরিতে শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে পাঁচ রান তুলে ভালো কিছুরই ইঙ্গিত দেন দুই ওপেনার মার্টিন গাপ্টিল ও কলিন মুনরো। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই গাপ্টিলকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন মোহাম্মদ আমির।
এর ফলে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। একটি বাউন্ডারি হাঁকিয়ে ফেরার আগে পাঁচ রানই করেছেন মার্টিন গাপ্টিল।
এরপর সপ্তম ওভারে আরেক ওপেনার কলিন মুনরোকে তুলে নেন শাহিন আফ্রিদি। স্লিপে হারিসের হাতে ধরা পড়ার আগে ১৭ বলে দুই বাউন্ডারিতে ১২ রান করেন বাঁহাতি মুনরো। ফলে ২৪ রানেই দুই উইকেট হারায় কিউইরা।