স্কুল-কলেজের পরিচালনা পর্ষদে সাংসদরা সভাপতি পদে থাকতে পারবেন না হাইকোর্টের রায় বহাল
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৮:০৫ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার
স্কুল-কলেজের পরিচালনা পর্ষদে সাংসদরা সভাপতি পদে থাকতে পারবেন না, হাইকোর্টের দেয়া এই রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এদিকে রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত না করায় বংশাল থানাসহ চার থানার ওসির বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভনিং বডি ও ম্যানেজিং কমিটিতে সংসদ সদস্যরা থাকলে কাজে নানা জটিলতা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ২০০৯ সালে প্রণীত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার বিধি অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আবেদন করলে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে।
এদিকে রাজধানীর গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত না হওয়ায় শাহবাগ, বংশাল, সুত্রাপুর, ও কোতয়ালী থানার ওসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
অন্যদিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে দেখা করে রাজধানীর অবৈধ স্থাপনা উচ্ছেদে আলাদা সেল গঠনের অনুরোধ জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।