আফ্রিদি-আমির তোপে বিপর্যস্ত কিউইরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার | আপডেট: ০৬:২৪ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার
শুরুটা করেন মোহাম্মদ আমির। এরপর তার দেখানো পথেই একে এক তিন উইকেট তুলে নিয়ে কিউই দুর্গ বিপর্যস্ত করে তুলেছেন শাহিন আফ্রিদি। পাকিস্তানি পেস তোপে এরই মধ্যে চার উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে কিউইদের সংগ্রহ ৪ উইকেটে ৫৪ রান। উইলিয়ামসন ২৬ রানে এবং জিমি নিশাম ৫ রানে ক্রিজে আছেন।
এর আগে, হারলেই বিশ্বকাপ শেষ! এমনই সমীকরণ নিয়ে আজ বিশ্বকাপের ৩৩তম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এজবাস্টনে সকালে বৃষ্টি হওয়ায় এক ঘন্টা দেরিতে শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে পাঁচ রান তুলে ভালো কিছুরই ইঙ্গিত দেন দুই ওপেনার মার্টিন গাপ্টিল ও কলিন মুনরো। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই গাপ্টিলকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন মোহাম্মদ আমির। এর ফলে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। একটি বাউন্ডারি হাঁকিয়ে ফেরার আগে পাঁচ রানই করেছেন মার্টিন গাপ্টিল।
এরপর সপ্তম ওভারে আরেক ওপেনার কলিন মুনরোকে তুলে নেন শাহিন আফ্রিদি। স্লিপে হারিসের হাতে ধরা পড়ার আগে ১৭ বলে দুই বাউন্ডারিতে ১২ রান করেন বাঁহাতি মুনরো। ফলে ২৪ রানেই দুই উইকেট হারায় কিউইরা।
এরপর মাত্র ৮ রানের ব্যবধানে কিউই দুর্গে আরও দুইবার আঘাত হানেন আফ্রিদি। নবম ওভারের শেষ বলে রস টেইলরকে (৩) এবং ১৪তম ওভারের তৃতীয় বলে টম ল্যাথামকে (১) তুলে নেন এই বাঁহাতি পেসার।
ফলে ৪৬ রানেই চতুর্থ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছে কেন উইলিউয়ামসের দল। এখন পর্যন্ত ৭ ওভার হাত ঘুরিয়ে ১১ রানে তিন উইকেট তুলে নিয়েছেন আফ্রিদি।