ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৬ ১৪৩১

৭ ই নভেম্বর উপলক্ষ্যে জিয়াউর রহমানের মাজারে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০১:৫৮ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার

৭ ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা, জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষমতাসীনদের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ করেন। নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় আওয়ামী লীগ জড়িত থাকার বিষয়টি প্রমাণিত বলেও দাবি করেন তিনি। ৭ই নভেম্বর উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাধিস্থলে আসতে থাকেন দলের নেতাকর্মীরা। লোকে লোকারণ্য হয়ে উঠে গোটা এলাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের শীর্ষ নেতার সঙ্গে নিয়ে ফুল দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। এসময় দেশের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এর আগে, সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ইতিহাস বিকৃতি করছে বলে অভিযোগ করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় সরকারি দল জড়িত উল্লেখ করে বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে এখনো সমাবেশের অনুমতি পাওয়ার আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব।