ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৬ ১৪৩১

সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রের অভিযোগ

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৫:৪৫ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার

একটি মহল সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ। সোমবার বিকেলে নগরীর জামালখান চেরাগী পাহাড় মোড় এলাকায় আয়োজিত সমাবেশে এই অভিযোগ করা হয়। সংগঠনের আহবায়ক শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবৃত্তিকার রাশেদ হাসান, প্রতীম দাশ ও মিঠুন চৌধুরী। সমাবেশে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংগঠিত ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়।