জয়পুরহাটে জনপ্রিয় হচ্ছে পান চাষ (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০২:৩০ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
জয়পুরহাটে দিন দিন বাড়ছে পান চাষ। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশী হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। জেলায় এই লাভজনক ফসল পানের চাষ বাড়াতে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে জেলা কৃষি বিভাগ। তবে জেলায় পান বিক্রির নির্ধারিত কোন পাইকারী হাট না থাকায় কিছুটা বিড়ম্বনার পড়তে হচ্ছে চাষীদের।
জয়পুরহাটের সদর ও পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা ত্রিপুরা, রতনপুর, আটাপাড়াসহ বেশ কিছু গ্রামে পান চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছেন কৃষকরা।
বিঘা প্রতি পানের বরজে প্রায় এক লাখ টাকা খরচ করে পরবর্তী বছর থেকে প্রতি বছর লাভ করছেন দুই থেকে আড়াই লাখ টাকা। ধান আলুসহ অন্যান্য ফসলের চেয়ে পান চাষ লাভজনক হওয়ায় এখন অনেক কৃষকই ঝুঁকছেন পান চাষে।
উৎপাদিত এসব পান বিক্রির জন্য জেলায় একটি স্থায়ীভাবে পানের হাট বা বাজার সৃষ্টির দাবি চাষীদর।
চলতি মৌসুমে জেলায় প্রায় আড়াই শ বিঘা জমিতে পানের চাষ হয়েছে। পান চাষে কৃষকদের আগ্রহী করতে প্রযুক্তিসহ সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তা।
পান বিক্রির জন্য জেলায় স্থায়ী হাট বা বাজার সৃষ্টির মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।