ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ৮ জনের রিমান্ড মঞ্জুর
প্রকাশিত : ০৮:১২ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৮:১২ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ৮ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের অচিরেই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় প্রথম দফায় গ্রেফতার হওয়ার করা ১১ জনের মধ্যে ৮ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে আসামীদের উপস্থিতিতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে বাড়িঘর- মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের ধরতে চলমান অভিযানে নতুন করে আটক হয় আরো ২১ জন।
এদিকে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫১ টি পরিবারের মাঝে ১১৪ বান্ডেল টিন ও নগদ ৩ লাখ ৪২ হাজার টাকা বিতরণ করেন জেলা প্রশাসক।
আর হামলার ঘটনায় জড়িতদের অচিরেই বিচারের আওতায় আনা হবে বলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অপরদিকে, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগকে কেন্দ্র করে গেলো ৩০ অক্টোবর নাসিরনগরে প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলার ঘটনা ঘটে। এর পাঁচ দিন পর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত আড়াইশ জনকে আসামী করে এরই মধ্যে দুটি মামলা করেছে পুলিশ।