বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫৬ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার
বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবপ্রসাদ পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল ইসলাম, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় বাগেরহাট জেলা পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত হয়। আগামী ৩০ জুনের মধ্যে জেলার সকল দপ্তরকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের জন্য আলাদা আলাদা কর্ম পরিকল্পনা করে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দানের নির্দেশ দেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
টিআর