ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

গারো পুরুষদের ৭ দফা বাস্তবায়নের দাবি জেরাবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

বাংলাদেশ গারো সমঅধিকার সংস্থা-জেরাব-এর মানববন্ধন ও সমাবেশ বক্তারা গারো পুরুষদের উত্তরাধিকার সহ বিভিন্ন সমস্যা সমাধানে গারো পুরুষদের ৭ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে। এসময় বক্তারা বলেন, জাতির জনকের দেশে অধিকার বঞ্চিত কেউ থাকতে পারেনা। নারী-পুরুষ সমানভাবে উত্তরাধিকার পাবে। তা না হলে জেরাবের লাগাতার আন্দোলন চলবে।

বাংলাদেশ গারো সমঅধিকার সংস্থা-জেরাব-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি লিটন দ্রং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি প্রকাশ করেন নতুনধার বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মানবধিকার কর্মী শান্তা ফারজানা।

বক্তব্য রাখেন গারো আদিবাসী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি তুরস দাংগ, সুজন বাজী, মিল্টন মারাক, আংসেং নাকী, হাইটিং সত্যজিৎ চাম্বুগং, নিকসেং রিছিল, হ্যাকসন জাম্বিল, মি. হেতুন, জয় দি সাংমা, জ্যাকি রিছিল, শিষ্য রিছিল, লিয়ন রেমা, নোটন রিছিল প্রমুখ।

 

টিআর/