ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

ফেনীর সোনাগাজীতে হচ্ছে দেশের প্রথম সৌর ও বায়ু বিদ্যুৎকেন্দ্র

প্রকাশিত : ১০:১৯ এএম, ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:১৯ এএম, ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

ফেনীর সোনাগাজীতে হচ্ছে দেশের প্রথম সৌর ও বায়ু বিদ্যুৎকেন্দ্র। এটি চালু হলে জাতীয় গ্রিডে যোগ হবে তিনশ’ মেগাওয়াট বিদ্যুৎ। এরইমধ্যে স্থান নির্ধারণের কাজ শেষ, এখন চলছে ভূমি অধিগ্রহণের কাজ। গেলো ৯ আগস্ট অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে  অনুমোদন পায় প্রকল্পটি। ২০০৬ সালে সোনাগাজীর চর চান্দিয়ায় সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য পাইলট প্রকল্পের আওয়তায় পরীক্ষামূলক চারটি টারবাইন স্থাপন করা হয়। পরীক্ষামূলক প্রকল্পের সফলতায় এবার সেখানে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়ু ও সৌর বিদ্যুৎকেন্দ্র। এজন্য চর চান্দিয়া ও পূর্ব বড়ধলি এলাকার অনাবাদী চরাঞ্চলের এক হাজার ৩৪২ একর জায়গা নির্ধারণ করা হয়েছে। এখন চলছে জমি অধিগ্রহণের কাজ। এ বিদ্যুতকেন্দ্রের মাধ্যমে একশ’ মেগাওয়াট বায়ু ও দুইশ’ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। বিদুৎকেন্দ্রের পাশাপাশি পর্যায়ক্রমে এখানে গড়ে তোলা হবে অর্থনৈতিক এলাকা। আন্তর্জাতিকমানের প্রকল্পটির কাজ ২০১৯ সালের মধ্যে শেষ হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।