রিফাত হত্যা : হিলি বহির্গমনে নজরদারি
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০২:১১ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার | আপডেট: ০২:৪৭ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার
রিফাতের হত্যাকারীরা কোনোক্রমেই যেন ভারতে পালিয়ে যেতে না পারে সে জন্য সীমান্তে নজরদারি কড়াকড়ি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত বুধবার বরগুনা সরকারী কলেজে রোডে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে স্বামী শাহ নেওয়াজ রিফাতকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করা হয়।
হত্যাকারীদের পলায়নের সম্ভাব্য সব স্থানেই বিশেষ নজরদারি বাড়িয়েছে পুলিশ। দিনাজপুরের হিলি স্থলবন্দরের বর্হিগমন চেকপোষ্টে নজরদাড়ি বাড়িয়েছে বর্হিগমন পুলিশ।
হিলি বহির্গমন চেকপোষ্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, সম্প্রতি বরগুনাতে ঘটে যাওয়া ন্যাক্কারজনক রিফাত হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর থেকেই পুলিশ সতর্কবস্থায় রয়েছে।
ইতিমধ্যেই হত্যাকারীদের ছবিগুলো চেকপোষ্টে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও চেকপোষ্ট দিয়ে যাতায়াতরত সকল পাসপোর্টধারী যাত্রীদের ছবি আসামীদের তালিকায় দেওয়ার ছবির সাথে মিলিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত বুধবার রিফাতকে কুপিয়ে গুরুতর আহত করার পর ঐ দিন বিকালেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রিফাত। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে তার বাবা দুলাল শরীফ বাদী হয়ে স্থানীয় থানা বরগুনা সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এমএস/