ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

ফেলানী হত্যার বিচার শেষ না হওয়ায় অতৃপ্তি রয়েছেঃ বিজিবি’র মহাপরিচালক

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৩০ পিএম, ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

ফেলানী হত্যার বিচার শেষ না হওয়ায় অতৃপ্তি রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এ’কথা বলেন। বিজিবিতে দায়িত্ব পালনের চার বছর শেষে বাহিনীর কর্মকান্ড তুলে ধরেন তিনি। সীমান্তে সড়ক ও কাঁটাতারের বেড়া না থাকাকে বিজিবি’র জন্য বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেন আজিজ আহমেদ। তিনি আরো জানান, তার কমান্ডের চার বছরে নতুন করে ৩শ’ ৭০ কিলোমিটার এলাকা বিজিবির নজরদারিতে এসেছে।