ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়ে উড়ন্ত সূচনা ইংলিশদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ৩০ জুন ২০১৯ রবিবার | আপডেট: ০৫:০৪ পিএম, ৩০ জুন ২০১৯ রবিবার

ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়ে দুরন্ত সূচনা করেছে ইংলিশরা। ১৬ ওভারেই দুই ওপেনার শতাধিক রানের জুটি গড়ে। দুই ইংলিশ ওপেনারের হাত থেকে কোন বোলারই রেহাই পাচ্ছেন না। একে একে পাঁচ বোলার ব্যবহার করেও কোন উইকেটেরই দেখা পাচ্ছে না অপরাজেয় ভারত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ বিনা উইকেটে ১৪১ রান। ক্রিজে আছেন দুই বিস্ফোরক ওপেনার জেসন রয় ৫৯ রানে এবং জনি বেয়ারস্টো ৭৭ রানে।

টানা দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংল্যান্ড যেন আজ জয়ের জন্য পণ করেই নেমেছে। সেমিতে যাওয়ার লড়াইয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় বোলারদের দেখেশুনে খেলে প্রথম ১০ ওভারে বিনা উইকেটে করে ৪৭ রান। আর ১৭ ওভারের মধ্যেই দুই ব্যাটসম্যান অর্ধশত পূর্ণ করে।

এদিকে আজ ইংল্যান্ডকে হারাতে পারলেই অজিদের পর দ্বিতীয় দল হিসেবে সেমি নিশ্চিত করবে কোহলিরা। অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচটি জিতলেও সেমিফাইনাল নিশ্চিত হবে না ইংল্যান্ডের। আবার হারলেও সেমির আশা পুরোপুরি শেষ হয়ে যাবে না।

তবে ঘরের মাঠের বিশ্বকাপে লিগপর্ব থেকে বাদ পড়ার শঙ্কা ভালোভাবেই ভর করেছে ইংলিশদের মনে। তাই নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখতে স্বাগতিকদের জন্য আজ সর্বার্থেই বাঁচা-মরার ম্যাচ।

ভারত একাদশ 

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশভ প্যান্ট, এম এস ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া , মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, জাশপ্রীত বুমরা। 

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্ল্যাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।