কুবিতে প্রক্টর পদে বহাল ড. কামাল, নয়া প্রাধ্যক্ষ সাদেকুজ্জামান
কুবি সংবাদদাতা
প্রকাশিত : ১১:২৫ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ১১:২৬ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে প্রক্টরের দায়িত্বে বহাল রাখা হয়েছে। অন্যদিকে, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামানকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান শিক্ষা ছুটিতে যাওয়ায় হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক মো. সাদেকুজ্জামানকে প্রাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। সাদেকুজ্জামান আগামী দুই বছর প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে গেল ১০ জুন প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিনের সংশ্লিষ্ট পদে মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত তাকে স্বপদে বহাল রাখা হয়েছে।
এমএস/