ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

ভারতে পাচারকালে ৪ মণ পাঙ্গাসের পোনা উদ্ধার

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে দেশীয় ১৭০ কেজি পাঙ্গাস মাছের পোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দিবাগত রাত ২টার দিকে সীমান্তের মংলা পাকা রাস্তার উপর থেকে পোনাগুলি উদ্ধার করে বিজিবি।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহাজাহান আলী জানান, বাংলাদেশ থেকে ভারতে দেশীয় পাঙ্গাস মাছের পোনা ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত ২টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ১৮টি পোনা ভর্তি প্লাষ্টিকের ড্রাম ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ড্রামগুলো উদ্ধার করে তার ভেতর হতে ১৭০ কেজি দেশীয় পাঙ্গাস মাছের পোনা উদ্ধার করে। উদ্ধারকৃত পোনাগুলির বিজিবি নির্ধারিত সিজারমূল্য ৭৭ হাজার টাকা। পোনাগুলি সিজার লিস্টের মাধ্যমে হিলি স্থল শুল্ক স্টেসনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

কেআই/