ইটিভি অনলাইনে প্রচারিত সংবাদে হেলে পড়া দু’ভবন সিলগালা
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ০৯:৫২ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার
রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় বহুতল একটি ভবন অপর একটি বহুতল ভবনের উপরে হেলে পড়ার সংবাটি একুশে টেলিভিশনের অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত হয় ৩০ জুন রোববার।
এ সংবাদ প্রচরের পরই সোমবার সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। উপজেলা প্রশাসন হেলে পড়া ভবন ও পাশের তিন তলা একটি ভবনসহ দুটি ভবনকে ঝুকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করে দিয়েছেন। একই সঙ্গে ওই দুটি ভবনে থাকা বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে।
একুশে টেলিভিশনের অনলাইনে সংবাদ প্রচারের দিন রাত ৮টার দিকে সাভার উপজেলার নির্বাহী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে ভবন দুটি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান। এসময় প্রাথমিকভাবে ভবন দুটি ঝুকিপূর্ণ মনে হওয়ায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে ভবন দুটি সিলগালা করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান। পাশাপাশি বুয়েট বিশেষজ্ঞদল দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশনাও দেয়া হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান, হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার মজিবর রহমানের মালিকানাধীন ‘তারামন ভিলা’ নামে ৬ তলা ভবনটি পাশের আইয়ূব আলীর মালিকানাধীন ‘রুদ্র ছাড়া’ নামের ৩ তলা একটি ভবনের উপর হেলে পড়া অবস্থায় রয়েছে। তবে পূর্বের তুলনায় ক্রমান্বয়ে ভবনটি পাশের ৩ তলা ভবনের উপর আরও বেশী কাত হয়ে পড়ছে এবং ভবন দুটির বেশ কিছু স্থানে ফাটল দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ভবন দুটির বাসিন্দাসহ স্থানীয়রা।
এই মর্মে একুশে টেলিভিশনের অনলাইনে সংবাদ প্রচারের পর উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে ভবন দুটি প্রাথমিকভাবে ঝুকিপূর্ণ মনে হওয়ায় বড় ধরনের দূর্ঘটনা এড়াতে বাসিন্দাদের সরিয়ে দিয়ে ভবন দুটি সিলগালা করে দেয়।
বুয়েটের পরীক্ষার প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।
এদিকে, ভবন দুটি নকশা মেনে করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী প্রকৌশলী।
এর আগে সাভার তেতোলঝোঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বহুতল ভবন হেলে পড়ার বিষয়ে ভবন মালিক মজিবর রহমানকে একটি নোটিশের মাধ্যমে প্রকৌশলীদের দিয়ে পরীক্ষার নির্দেশ দেন।
সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবনটি পরিদর্শনের সংবাদ পেয়ে ভবন মালিক পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নাম্বারও বন্ধ পাওয়া যায়।
আরকে//