এরশাদ লাইফ সাপোর্টে আছেন: স্বাস্থ্যমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩১ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ১১:৩৪ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সিএমএইচে চিকিৎসাধীন এরশাদকে দেখার পর সাংবাদিকদের তিনি বলেছেন, এরশাদ ‘লাইফ সাপোর্টে’ আছেন। হাসপাতালে জাহিদ মালেকের সঙ্গে উপস্থিত ছিলেন এরশাদের ভাই, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।
এ সময় জাহিদ মালেক বলেন, ‘ওনার অবস্থা ভালো না। লাইফ সাপোর্টে আছে। ওভারঅল সিচুয়েশন ক্রিটিক্যাল।’
তিনি বলেন, ‘তাকে এই মুহুর্তে বাইরে নেওয়ার মতো অবস্থা নেই। ডাক্তাররা বলেছেন এখানেই চিকিৎসা দেওয়া সম্ভব। বাকি আল্লার হাতে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ২২ জুন থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন। ৯০ বছর বয়সী এই নেতার হিমোগ্লোবিন স্বল্পতা আগেই ছিল, এখন ফুসফুসে সংক্রমণের সঙ্গে দেখা দিয়েছে কিডনির জটিলতা।
এসি