ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে পৌর কর্মচারীরা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

রাজস্ব খাত হতে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছে বাগেরহাটের পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার সকাল থেকে সারাদেশের ৩২৮ টি পৌরসভা একযোগে এ কর্মবিরতি পালন শুরু করে।

এদিকে টানা দুই দিনের কর্মবিরতিতে ভোগান্তিতে পরেছেন বাগেরহাটের পৌরবাসী। পৌর শহরের বিভিন্ন সড়কে ময়লার স্তুপ দেখা গেছে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জামসেদ আলী, খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা সভাপতি অজিত কুমার হালদার, ডালিয়া বেগম, একেএম সেলিম, সেলিম হাওলাদার, সানজিদা বেগম মমতাজ বেগম প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সব প্রতিষ্ঠান রাজস্ব খাত থেকে বেতন ভাতা পাচ্ছে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সরকারি বেতন-ভাতা বঞ্চিত হচ্ছি। কখনও পাব কি না তারও কোনও নিশ্চয়তা নেই। তারপরও মানুষের সেবা করে যাচ্ছি। তবে অতিদ্রুত সরকার যদি কোনও উদ্যোগ না নেয় তাহলে ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মবিরতি পালনে অনাকাঙ্খিত ভোগান্তিতে পৌর নাগরিকদের কাছে ক্ষমা চান আন্দোলনকারীরা।