ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বাগেরহাটে শুদ্ধাচার পুরস্কার পেলেন যারা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

বাগেরহাট জেলা প্রশাসনের সদ্য বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলামসহ তিনজনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার প্রাপ্তদের হাতে সনদপত্র ও নগদ অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

অন্য দুই পুরস্কার প্রাপ্তরা হলেন- ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ পারভীন ও জেলা প্রশাসনের অফিস সহকারী বিলকিস আক্তার।

এ সময়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিন হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামান, আলিমুজ্জামান মিলন, সাজিয়া সাহনাজ তমাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এ পুরস্কার শুধু আমাদের জন্য নয়। জেলা প্রশাসনের সবার জন্য। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবক হিসেবে সব সময় কাজ করে আসছি। এ পুরস্কার প্রাপ্তির পরে জনগণের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল। যতদিন সরকারের কর্মচারী আছি ততদিন জনগণের সেবক হিসেবে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন তারা।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরস্কার অত্যন্ত মর্যাদার। ভবিষ্যতে ভাল কাজের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসনের আরও বেশি কর্মকর্তা-কর্মচারী যাতে এ পুরুস্কার পেতে পারেন সে জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।