নয়ন বন্ডের নিহতের খবর শুনে যা বললেন রিফাতের বাবা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৫:৫৭ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
বরগুনায় সন্ত্রাসীদের হাতে নিহত শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যার ঘটনায় প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে জেলার পুরাকাটার পায়ারা নদীর পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের ঘটনায় নয়ন বন্ড নিহত হওয়ার ঘটনা শোনার পর রিফাতের বাবা দুলাল শরীফ স্বস্তি প্রকাশ করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেছেন, আল্লাহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি, আমার ছেলের হত্যার সঙ্গে জড়িত একজন বন্দুকযুদ্ধে মারা গেছে। আমার খুব ভালো লাগছে। ছেলেকে তো আর ফিরে আসবে না। আমি প্রত্যাশা করি আমার ছেলের হত্যার সঙ্গে যারা জড়িত সকল আসামি শাস্তি পায়। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। একইসঙ্গে সব আসামিকে দ্রুত বিচারের আওতায় এসে শাস্তির দাবি জানাচ্ছি।
তিনি বলেন,আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যার নির্দেশে জিরো টলারেন্স ঘোষণার পরই প্রশাসন তৎপর হয়েছে। তারা রাত-দিন কাজ করে আসামিদের ধরেছে। গত রাতে নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এতে আমার ছেলের আত্মা যদি একটু শান্তি পায় বলেই কেঁদে ফেলেন তিনি।
উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রীর সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারী সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) ও রিফাত ফরাজীর সঙ্গে লড়াই করেও তাদের থামাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
টিআর/