ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

খেলায় ফিরলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:০৩ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

রোহিত-রাহুলের পর জোড়া আঘাতে কোহলি আর পান্ডিয়াকে ফিরিয়ে টাইগারদের খেলায় ফেরালেন কাটার মাস্টার মুস্তাফিজ। এ দুজনকে ফেরাতে অবশ্য অবদান ছিলো আগের দুই উইকেট নেয়া রুবেল-সৌম্যের। কোহলি রুবেলের হাতে এবং পান্ডিয়া সৌম্যের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ২৩৭ রানেই ৪ উইকেট হারায় ভারত। এরপর একের পর এক উইকেটের পতন হতে থাকলে খেলায় ফিরে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ৪৮ ওভারে ৩০৫ রান সংগ্রহ করে ভারত।

এর আগে সেঞ্চুরি করেই আউট হন মাত্র আট রানে ক্যাচ তুলে দিয়ে জীবন ফিরে পাওয়া রোহিত শর্মা। ৩০তম ওভারে পার্টটাইমার সৌম্যের বলে লিটনের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরার আগে করেন ১০৪ রান। ৯২ বলে পাঁচ ছক্কা ও সাত চারে ওই রান করে আউট হন ওপেনার রোহিত।

রোহিতের ওই ক্যাচ মিসই যেন লাগামহীন, ছন্নছাড়া করে দিলো সব। কি বোলিং, কি ফিল্ডিং! সবকিছুই যেন এলোমেলো করে দিলো তামিমের ওই মিস। বলে বলে বাউণ্ডারি, ওভার বাউণ্ডারির তাণ্ডব চালিয়ে দেড় শতাধিক রানের জুটি গড়েন দুই ওপেনার।

পাঁচ ওভার পর্যন্ত সবকিছু ঠিকই চলছিল। ভারতের দুই ওপেনারকে ক্রিজে বেঁধেই রেখেছিলেন সাইফুদ্দিন-মোস্তাফিজরা। কিন্তু ওই ওভারে জীবন পেয়েই যেন সব বাঁধন ঝেড়ে ফেলে ভয়ঙ্কর রুপ ধারণ করেন রোহিত-রাহুলরা।

ক্যাচ মিস তো ম্যাচ মিস! তামিমের এই ভুলের খেশারত তাই এখনও দিয়ে যেতে হচ্ছে টাইগার বোলারদের।

চলতি বিশ্বকাপের ৪০তম ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এজবাস্টনের এ ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় ভারত। এ ম্যাচে জিতলে সেমির স্বপ্ন টিকে থাকবে টাইগারদের। আর হারলেই বিদায়। তবে জিতলেও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে মাশরাফিদের।

ভারতের বিপক্ষে জিততে হলে মাঠে ভুল কম করতে হবে বলে মত মাশরাফির। বলেন, বাংলাদেশ এখনও এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

এদিকে, আইসিসির সবশেষ র‌্যাংকিং অনুসারে ভারতের অবস্থান দুই নম্বরে। আর বাংলাদেশ আছে সাতে। শুধু র‌্যাংকিংই নয়! পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে কয়েক ধাপ এগিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দেখা যাক আজ কী হয়!

এসি