গাজীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৬ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ০৯:৫১ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় অটো স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
এরআগে আগুন নেভাতে গিয়ে ওই কারখানার নিরাপত্তাকর্মী রাসেল (৪৫) নিহত হন।
নিহত রাসেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উলুন গ্রামের আলাউদ্দিনের ছেলে।
এই নিয়ে চার জনের মৃতদেহ উদ্ধার করা হলো। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় এই অফ স্পিনিং মিলের তোলা ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস প্রায় ১১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ১৮টি ইউনিট এ অগ্নিকাণ্ড নিরূপণে কাজ করে। অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে চার তদন্ত বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।