টেকনাফে ইয়াবা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১২:০৫ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছলিম উল্লাহ (৩৬) নামের এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বুধবার ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালি মেরিন ড্রাইভ রোডের পশ্চিম পার্শ্বে ঝাউবাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ছলিম উল্লাহ টেকনাফ সদর ইউপির নতুন পল্লান পাড়ার নজির আহম্মদের পুত্র। এ ঘটনায় র্যাবের ২ সদস্যও আহত হয়েছে বলে দাবি করেছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজারের উইং কমান্ডার আজিম আহমেদ জানিয়েছেন, ‘বুধবার দিবাগত রাত আড়াইটায় র্যাব ১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি দল ওই এলাকায় ইয়াবা উদ্ধার অভিযানে গেলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে মাদক ব্যবসায়ীরা।
এ সময় আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২টি এলজি, ১০ হাজার ইয়াবা, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৭টি খালি খোসাসহ গুলিবিদ্ধ অবস্থায় ছলিম উল্লাহকে উদ্ধার করা হয়।
নিহত ছলিম উল্লাহ চাঞ্চল্যকর দুই লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার পলাতক আসামি ছিলেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য টেকনাফ থানা পুলিশের মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এনএম//