ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

গাইবান্ধায় সংঘর্ষ ও আদিবাসীদের ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনায় নিখোঁজ ৩০

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৯ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:২০ পিএম, ৯ নভেম্বর ২০১৬ বুধবার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের আখ কাটা নিয়ে সংঘর্ষ ও আদিবাসীদের ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনায় এখনও ৩০ জনের মতো নিখোঁজ রয়েছে বলে দাবি আদিবাসিদের। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে মাদারপুর এলাকায় একটি গীর্জার সামনে আশ্রয় নিয়েছেন তারা। পুরো এলাকায় বিরাজ করছে আতংক। ভিটে মাটি জুড়ে শুধুই পোড়া কয়লা। আগুনে পুড়ে গেছে ঘরবাড়ী, আসবাবপত্র ও গাছপালা। বই খাতা পুড়ে যাওয়ায় লেখাপড়া নিয়ে শংকায় শিক্ষার্থীরা। অভিভাবকরা চিন্তিত নিরাপত্তা নিয়ে। সব হারিয়ে মাদারপুর এলাকায় একটি গীর্জার সামনে আশ্রয় নিয়েছেন আদিবাসীরা। হামলার সময় তাদের মালামাল লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ তাদের। এদিকে হামলা আর লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হবে বলে জানালেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আর গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান প্রশাসনের পক্ষ থেকে আদিবাসিদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে গাইবান্ধা ও নাটোরে মানববন্ধন করেছে আদিবাসি সংগঠন ও সচেতন সমাজ।