সিরিয়া অভিমুখী তেলবাহী জাহাজ আটক করেছে ব্রিটেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৮ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

সিরিয়া অভিমুখী একটি সুপার তেলট্যাংকার আটক করেছে বিট্রেন। সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের যে নিষেধাজ্ঞা রয়েছে তা অমান্য করে জাহাজটি অপরিশোধিত তেল নিয়ে সিরিয়ায় যাচ্ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সরকার নিয়ন্ত্রিত জিব্রাল্টার কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্ডো বলেছেন, ব্রিটিশ মেরিন সেনাদের সহায়তায় পুলিশ ও কাস্টমস এজেন্সি গ্রেস-১ নামের জাহাজটি আটক করে।
তিনি বলেন, বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে, জাহাজে করে অপরিশোধিত তেল সিরিয়ার বানিয়াস শোধনাগারে নেয়া হচ্ছিল। পিকার্ডো আরো বলেন, সিরিয়ার ওই তেল শোধনাগারের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে। ২০১১ সালে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
জিব্রাল্টার কর্তৃপক্ষের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি একে সঠিক ও শক্ত পদক্ষেপ বলে মন্তব্য করেন। পশ্চিমা কোনো কোনো গণমাধ্যম বলছে, ইরান থেকে তেল নিয়ে জাহাজটি সিরিয়ায় যাচ্ছিল।
এনএম