রাঙামাটি সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় আহত ৭
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৯ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:০৮ পিএম, ৯ নভেম্বর ২০১৬ বুধবার
রাঙামাটি সরকারী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৭ জন।
বুধবার সকাল ১১টার দিকে কলেজ মাঠে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রিকেট খেলা দেখতে এসে কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা ও সাধারণ সম্পাদক আহমদ ইমতিয়াজ রিয়াদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।