ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

রাজধানী ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে এক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী। শুক্রবার দুপুরে আশুলিয়ার তাজপুর এলাকায় শামসুল হকের মালিকানাধীন ৩তলা বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, হত্যার শিকার নুরবানু আক্তার সাথী (২৬) পেশায় একজন পোশাক শ্রমিক। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার পাবর্তীপুর গ্রামে এক অভিযুক্ত স্বামী মোস্তাফিজুর রহমান লিমন একই থানার তুলারামপুর গ্রামের বাসিন্দা। তাদের ৭ বছরের দিবা নামের একটি মেয়ে রয়েছে।  

 নিহতের ভগ্নিপতি জয়নাল আবেদীন জানান, মোস্তাফিজ ঢাকার শ্যামলীতে রিকশা গ্যারেজে কাজ করেন। মাঝে মধ্যে তিনি স্ত্রীর কাছে আসেন। গত দুই দিন আগে স্ত্রী সাথীর বাসায় আছেন। শুক্রবার দুপুরে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে মোস্তাফিজ ঘর থেকে বেরিয়ে যান। পরে ঘরে গিয়ে মা’কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদেরকে জানায় দিবা। পরে আশুলিয়া থানা পুলিশকে জানানোর পর পুলিশ এসে সাথীর মৃতদেহ উদ্ধার করে।

এরপর থেকেই মোস্তাফিজের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত লিমন মাদকসেবী ও জুয়ারী টাকার জন্য প্রায়ই নিজ স্ত্রীকে মারধর করতেন বলে জানান স্থানীয়রা।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন,’নিহতের স্বজনদের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর অভিযুক্ত স্বামী পালিয়ে যান। ময়নাতদন্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

এঘটনায় অভিযুক্ত স্বামী মোস্তাফিজুর রহমানকে আসামী করে এ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্বজনরা বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এমএস/কেআই