পাঁচবিবি-হিলি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১০:৩২ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার
১২১ কোটি টাকা ব্যায়ে জয়পুরহাট-পাঁচবিবি-হিলি সড়কের প্রশস্থকরণের উন্নয়ন কাজ শুরু হয়েছে। শুক্রবার এ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
এ সময় উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিক, জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী ও পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
দীর্ঘ ২৯ কিলোমিটার রাস্তা পাকাকরনের কাজের মধ্যে বাইপাস হিচমি থেকে হিলি পর্যন্ত সাড়ে ২৫ কিলোমিটার সড়ক প্রশস্ত হবে ২৪ ফুট করে। বাকি সাড়ে ৩ কিলোমিটর পথ জয়পুরহাট পাঁচুর মোড় থেকে পুরানপৈল বাইপাস পর্যন্ত মাত্র ১৮ ফুট প্রশস্ত হবে। অর্থাৎ এই সাড়ে ৩ কিলোমিটার পথ প্রশস্ত যা ছিলো তাই হবে। এর মোট ব্যায় ধরা হয়েছে ১২৯ কোটি টাকা। সড়ক বিভাগের অধীনে ৩টি প্যাকেজে ৩জন ঠিকাদার এই কাজ করবেন। জয়পুরহাট থেকে হিলি পর্যন্ত সড়ক ইতিপূর্বে প্রশস্ত ছিলো ১৮ ফুট এখন তা বেড়ে হবে ২৪ ফুট। সিডিউল মোতাবেক চলতি বছরের ১৯ জুন থেকে শুরু করে ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।
সড়ক ও জনপদ অধিদপ্তরের বাস্তাবায়নে আগামী দেড় বছরে এ রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হলে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি দিয়ে ভারতের সঙ্গে আমদানী রপ্তানীর মালামাল নিরবিচ্ছিন্নভাবে পরিবহন নিশ্চিত হবে।
কেআই/