ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

যমুনার ভাঙনে বিলীন হচ্ছে আবাদী জমি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯ এএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

যমুনায় পানি বাড়ছে, শুরু হয়েছে ভাঙন। সিরাজগঞ্জের ব্রাক্ষমগ্রাম থেকে দক্ষিনে ভেকা পর্যন্ত ৬ কিলোমিটার ভাঙ্গনে বিলীন হয়েছে আবাদী জমি ও  ঘর-বাড়ি । এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র-তিস্তার ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলছে। কিন্ত শাসন মানছেনা নদনদী ।

মাঝ আষাঢ়ে এসে পানি বাড়ছে নদনদীতে। যমুনায় এখন প্রমত্তা। সিরাজগঞ্জের এনায়েতপুওে, যমুনার ডানতীরে প্রবল ভাঙন শুরু হয়েছে । ব্রাহ্মণনগ্রাম, আড়কান্দি, বাঐখোলা, পাকড়তলা, ভেকা ্ও পাঁচিল এখন ভাঙনকবলিত গ্রাম।

এ স্থানটি কয়েক বছর ধরেই ভাঙন প্রবন।  কোন প্রচেষ্টাই নদীকে বাগে আনা যাচ্ছেনা। তাই হতাশএলকাবাসী

পানি উন্নয়ন বোড জানিয়েছে, ৭৯০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায়।  এ প্রকল্পটি রক্ষা করতে পারে পুরো এলাকা।

তিস্তা-ব্রহ্মপুত্র্ওে বাড়ছে পানি। শুরু হয়েছে পাড়ভাঙন।

গাইবান্ধার জেলার  সুন্দরগঞ্জের,কাপাসিয়া,হরিপুর,ফুলছড়ির,গনকবর,এরেন্ডাবাড়ি  এবং ,সদরের মোল্লারচর,কামারজানী সাঘাটার নলছিয়া,সহ এগারোটি পয়েন্টে নদী ভাঙ্গন চলছে। ইতিমধ্যে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। অনেকের আশ্রয় হয়েছে বেড়িবাধ বা অন্যের জমিতে।

ভাঙ্গন রোধে কয়েকটি পয়েন্টে জরুরী ভিত্তিতে কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।

বর্ষা আসলে নড়েচরে বসে সঙশ্লিষ্ট প্রশাসন।ভুক্তভোগী  মানুষের অভিমত, স্থায়ী ভাবে ভাঙ্গন রোধ করতে হলে উদ্যোগ নিতে হবে শুষ্ক মৌসুমে। 

 আরআইবি//