ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি :
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
ঠাকুরগাঁও সদর উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক প্রকৌশলী নিহত হয়েছেন। শনিবার সকালে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোচাবাড়ি বলাকা উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে সদর উপজেলার খোচাবাড়ি বলাকা উদ্যান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মাইক্রোবাস যাত্রী প্রকৌশলী খেজমত আলী (৪২) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খেজমত আলী জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার ভবানীপুর গ্রামের হাসান আলীর ছেলে। তিনি যন্ত্রকৌশল প্রকৌশলী (মেকানিক্যাল ইঞ্জিনিয়ার) হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মাইক্রোবাসের চালক রফিকও পালিয়ে গেছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমএস/