জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বরগাঁতী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে জাবেদ আলীর ছেলে ফজেল (৪৬), তার স্ত্রী সুরমাদান (৩৮),করম আলীর ছেলে আলম (৪০) ও মধু মিয়া (৩৫) এর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার ও পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে রামেশ্বরগাঁতী গ্রামের আব্দুর রাজ্জাক পরিবার ও একই গ্রামের ফজেল আলীর পরিবারের মধ্যে জমি নিয়ে বিভেদ চলে আসছিল। এ বিবাদের বিষয়ে স্থানীয় থানায় মামলা চলমান রয়েছে। আদালত থেকে সম্প্রতি জমির মালিকানার বিষয়ে রায় পান ফজেল আলী। এরপর ঐ জমি দখল নিতে শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে ফজেল আলীর বাড়িতে প্রতিপক্ষ হামলা চালায়। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ৯ জন আহত হন।
পরে পালানোর সময় স্থানীয়রা আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে ফেলেন। পরে পুলিশ এসে তাদের ৭ জনকে আটক করে। এ সংঘষের বিষয়ে স্থানীয় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সুত্রে জানা যায়।
এমএস/কেআই